Home / করোনাভাইরাস / বিয়েতে ফুলের মালা নয়, পরস্পরের মধ্যে মাস্ক বদল!

বিয়েতে ফুলের মালা নয়, পরস্পরের মধ্যে মাস্ক বদল!

চারদিকেই করোনার আতঙ্ক। সচেতন মানুষ তাই কাটাচ্ছেন ঘরবন্দী জীবন। বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। তবে সেই পরামর্শ ভুলে অনেকেই বসছেন বিয়ের পিড়িতে। তবে করোনার আতঙ্কে পাল্টে গেছে কিছু উৎসব রীতি! দেখা গেলো বিয়েতে পালন করা হলো এক ভিন্ন রীতি। ফুলের মালার বদলে বর-কনে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। ভারতের এক সংবাদমাধ্যমের মাধ্যমে জানা জানায়, রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা ছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সেই চিত্রও ধরা পড়েছে।

ছবিতে আরো দেখা যায় বর-কনে মালার পরিবর্তে মাস্ক বদল করছেন।

এই বিষয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বর্তমান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।

জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। আয়োজকরা জানান, তাদের সবার জন্য হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়।

Check Also

গত ২৪ ঘন্টায় কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও ২২ জনের নাম। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =